আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি একদিন বাড়লো। এটি সরকারের ঈদ উপহার।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে বলেন, এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।
উল্লেখ্য, ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো পাঁচ দিন। ঈদুল ফিতরের ছুটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছয় দিন সরকারি ও স্বায়ত্তসাশিত অফিসগুলো বন্ধ থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC