আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য সুখবর! আগামী ১৬ মে (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ (বুধবার) এই ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছেন, ঈদযাত্রার সুবিধার্থে আগামী ২৯ মে পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলবে। যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী ১৬ মে থেকে কাউন্টার এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতে পারবেন।
এইবারের ঈদযাত্রায় টিকিট প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে। কারণ, অনেক পরিবহন সংস্থা এবার শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রির উপর জোর দেবে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কাউন্টারেও টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন শুভঙ্কর ঘোষ রাকেশ। ফলে, অনলাইন ব্যবহারে অভ্যস্ত না হলেও টিকিট সংগ্রহে কোনো অসুবিধা হবে না।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। সকল বাস মালিককে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC