
বেড়েই চলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাবস্থার ভয়াবহতা। ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। আর এই সহিংসতার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে শিশুরা।
গাজার মিডিয়া অফিস সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে, তা শুধু মর্মান্তিকই নয়—আন্তর্জাতিক বিবেককে নাড়া দেওয়ার মতো। গত ২০ দিনে প্রাণ হারিয়েছে অন্তত ৪৯০ শিশু। সোমবার (৭ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার মিডিয়া অফিসের বরাতে আনাদোলু জানায়, ইসরায়েলি হামলায় গত ২০ দিনে গাজায় ১ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ৫০০। এই হত্যাযজ্ঞকে ‘আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে মিডিয়া অফিস।
গাজার মিডিয়া অফিসের রবিবার প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েল পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বেসামরিক হতাহতের ঘটনাকে দুর্ঘটনা দাবি করে দায় এড়ানোর চেষ্টা করছে তারা, কিন্তু পরিসংখ্যানই প্রমাণ করছে এই হামলা পদ্ধতিগত ও উদ্দেশ্যমূলক।