ইরানের মানবাধিকার কর্মী ও সাংবাদিক গোলরোখ ইরাইকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল রোববার তাঁর সমর্থকেরা এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
‘অবৈধ’ সমাবেশে অংশগ্রহণ এবং জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেয়া হয় তাকে। গত বছর ইরানে পুলিশ হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইরান। কর্তৃপক্ষের অভিযোগ, ওই আন্দোলন-সহিংসতায় উস্কানিদাতাদের মধ্যে অন্যতম গোলরোখ।
গত সেপ্টেম্বরে ইরাইকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসাকে আটক করেছিল। পুলিশ হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়।
এর আগে গত বছর তেহরানে হিজাব ইস্যুতে গ্রেপ্তার হয়েছিলেন কুর্দি তরুণী মাহসা আমিনি। কদিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। এই মৃত্যু ঘিরে বিক্ষোভের মুখে পড়ে ইরান সরকার। সেই বিক্ষোভে অংশ নেওয়াদের একজন এই গোলরোখ ইরায়ে।
ইরাইয়ের নামে থাকা একটি টুইটার অ্যাকাউন্টে বলা হয় (এই টুইটার অ্যাকাউন্টটি তার সমর্থকেরা চালান), গোলরোখ ইরাই, যিনি ২৮০ দিন ধরে এভিন কারাগারে আছেন, তাকে তেহরান আদালত ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC