
ইরাকে বিয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।
ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অবশ্য ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ফাটানোর পরে আগুন ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি, আল জাজিরা
ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আল-হামদানিয়া জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। দুঃখ প্রকাশ করে সার্বিক সহায়তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানী। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে তল্লাশি চলছে।
নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের চূড়ান্ত করা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
الهلال الاحمر العراقي : ارتفاع عدد الضحايا والمصابين الى اكثر من ٤٥٠ شخصا جراء حريق قاعة اعراس في قضاء الحمدانية شرقي الموصل pic.twitter.com/f2FjLil9rw
— الهلال الاحمر العراقي (@iraqircs) September 27, 2023