করণ জোহর প্রযোজিত সিনেমা ‘সরজমিন’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের। আর এই সিনেমায় দেখা যাবে আরেক জনপ্রিয় নায়িকা কাজলকে।
সরজমিন’র মধ্য দিয়ে ১২ বছর পর করণের প্রযোজনায় কাজ করবেন কাজল। প্রতিরক্ষা বাহিনীর গল্পনির্ভর এই সিনেমাটি নির্মাণ করবেন অভিনেতা বোমান ইরানির ছেলে কায়োজে ইরানি। মূলত কাশ্মীরের সন্ত্রাসবাদকে ঘিরে নির্মিত হবে ‘সরজমিন’। ইব্রাহিম ও কাজলকে কেন্দ্র করেই আবর্তিত হবে সিনেমার গল্প। তবে এতে ইব্রাহিমের বিপরীতে কোনো নায়িকা থাকবেন না বলে জানা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইয়ের অভিষেক নিয়ে অভিনেত্রী সারা আলী খান বলেন, ইব্রাহিম তার প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন। তবে পোস্ট প্রোডাকশনের কাজ কিছুটা বাকি রয়েছে, যা চলতি বছরেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’তে সহকারী নির্মাতা হিসেবে কাজ করেছেন ২২বছর বয়সী ইব্রাহিম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC