ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ইনজুরি থেকে মাঠে ফিরলেন নেইমার, বাড়তি ওজন নিয়ে নতুন বিতর্ক!

Neymar returned to the field from injury, a new debate on extra weight
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪ মাসের ইনজুরির বিরতি কাটিয়ে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ক্লাব আল হিলালে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। কিন্তু তার ফিরে আসার পরই নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। নেইমারের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তার ওজন বেড়ে যাওয়া দেখা যাচ্ছে। এই ছবি দেখে আল হিলালের ভক্তরা নেইমারকে কটূক্তি করতে শুরু করেছেন।

অনেকে মনে করছেন, ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেই নেইমারকে মোটা দেখাচ্ছে। কিন্তু অন্য আরেকটি ছবিতে তার ওজন স্বাভাবিক দেখা যাচ্ছে। যদিও নেইমারের ওজন সত্যিই বেড়ে থাকে, তবুও তার স্বাভাবিক অবস্থায় ফিরতে তাকে ওজন কমাতে হবে।

গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পান নেইমার। এরপর ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে তার পায়ের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। এরপর অনেক কষ্ট করেই মাঠে ফিরেছেন।

কারণ, কয়েক মাস আগে এক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। যেখানে ফিজিওর সাহায্যে তিনি পা ওঠানো-নামানোর চেষ্টা করছেন। বিছানায় শুয়ে-বসে সেই কাজটি করতেই নেইমারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কখনও ব্যথায় চিৎকার করছেন, কখনও সেটি সহ্য করার আপ্রাণ চেষ্টা করছেন। অবশেষে সকল খারাপ সময়কে জয় করে মাঠে ফিরেছেন তিনি।