ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার সময় সাকিবের বাঁহাতের তর্জনীতে চিড় ধরে। ম্যাচটিতে ৬৫ বলে ৮২ রান করে বাংলাদেশের ৩ উইকেটে জয়ে বড় অবদান রাখেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।
ইনজুরির কারণে সাকিব আজ দেশে ফিরে গেছেন। তিনি তিন থেকে চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে।
মাত্র দুই ম্যাচ জয়ে ইতোমধ্যে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC