এপ্রিল ১৭, ২০২৫

বৃহস্পতিবার ১৭ এপ্রিল, ২০২৫

ইতিহাস গড়লেন জ্যোতি, দ্রুততম সেঞ্চুরিতে নতুন উচ্চতায় বাংলাদেশ নারী ক্রিকেট দল

Rising Cumilla - Nigar Sultana
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আজ বৃহস্পতিবার লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ইতিহাস গড়লেন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৮ বলে সেঞ্চুরি করে তিনি ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড স্থাপন করেছেন।

নিগারের এই অনবদ্য ইনিংসের পাশাপাশি ওপেনার শারমিন আক্তারও ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখান। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিনি ৯৪ রানে অপরাজিত থাকেন। এই দুই ব্যাটারের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল স্কোর গড়ে তোলে। এটি ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ দলীয় রান।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ফারজানা হকের দখলে। ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ডটি অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিংয়ের দখলে। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন।

এদিনের ম্যাচে নিগার সুলতানা ৮০ বলে ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৫টি দৃষ্টিনন্দন চার ও একটি বিশাল ছক্কার মার। এটি নিগারের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং বাংলাদেশের হয়ে তৃতীয়। এর আগে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে সেঞ্চুরিই করেছিলেন ফারজানা হক। অন্যদিকে শারমিন আক্তার ৮০ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৯৪ রানের লড়াকু ইনিংস খেলেন। ওপেনার ফারজানা হকও ব্যাট হাতে অবদান রাখেন, তিনি ৮২ বলে ৫৩ রান করেন।

এই ম্যাচে দলীয়ভাবেও নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের বিপক্ষে করা ২৭১ রান ওয়ানডেতে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে গত বছর নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ রান ছিল তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

নিগার সুলতানার এই অসাধারণ সেঞ্চুরি এবং দলের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করলো। এই জয়ের ফলে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং সামনের ম্যাচগুলোতেও ভালো পারফর্ম করার অনুপ্রেরণা যোগাবে।