রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইউনাইটেড ফোরটিন কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় এ খেলা শুরু হয়। খেলা শুরুর প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় পদার্থ বিজ্ঞান বিভাগ। পরে শত চেষ্টার পরেও গোলে বল ঢুকাতে পারেনি মার্কেটিং বিভাগ। পরে ১-০ গোলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় পদার্থ বিজ্ঞান বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, ভিসি স্যার আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে। ক্রিকেট, ফুটবল ও ভলিবল ইত্যাদি খেলার আয়োজন করে। খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ রাখে। আমরা এইজন্য খেলাধুলায় শিক্ষার্থীদের সব সময় সাপোর্ট দিচ্ছি।
এছাড়াও পুরস্কার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক শামসুজ্জামান সামু।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC