প্রশাসনের পরিচিত ও আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজাল খাদ্য, প্রসাধনী, এবং অন্যান্য পণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারাদেশে পরিচিতি লাভ করেন।
১৯৮৩ সালে প্রাথমিক শিক্ষা শুরু করা সারওয়ার আলম ১৯৯৩ সালে এসএসসি এবং ১৯৯৫ সালে এইচএসসি-তে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন।
এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন এবং ২০০৫ সালে সেখান থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
ব্যক্তিগত জীবনে সারওয়ার আলম বিবাহিত এবং চার কন্যার জনক। তার স্ত্রী সানজিদা শারমিন লিন্ডা চট্টগ্রামের মেয়ে। তাদের মেয়েদের নাম মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা এবং মানহা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC