আগামী বছর ২০২৬ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নিয়ম অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না।
গত ২৭ জুলাই থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের এই প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সব মোবাইল অপারেটর কোম্পানিকে বাংলাদেশের সব মুসলিম মোবাইল ব্যবহারকারীর কাছে বিনামূল্যে এই বার্তাটি খুদেবার্তার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
যারা হজে যেতে ইচ্ছুক, তাদের প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। পরে হজ প্যাকেজ ঘোষণার পর অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীরাই রয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC