শুক্রবার ৫ সেপ্টেম্বর, ২০২৫

আর গাজীপুর বা চট্টগ্রামে নয়, কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

And all activities of the National University will be held in Comilla, not in Gazipur or Chittagong.
আর গাজীপুর বা চট্টগ্রামে নয়, কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম/ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, এখন থেকে কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের আর কোনো কাগজপত্র জমা, ভর্তি কার্যক্রম বা পরীক্ষার খাতা পাঠানোর জন্য চট্টগ্রাম কিংবা গাজীপুরে যেতে হবে না। কুমিল্লাতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সম্পন্ন করা যাবে।

আজ শুক্রবার কুমিল্লার হাউজিং এস্টেট এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর তিনি এসব কথা জানান।

বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এক উদ্বোধনী সভায় প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, এই আঞ্চলিক কেন্দ্রটি অনেক আগেই কুমিল্লায় স্থাপন করা উচিত ছিল। তিনি কুমিল্লাকে হাজার বছরের সংস্কৃতির ধারক হিসেবে অভিহিত করেন এবং এখানকার ইতিহাস, সংস্কৃতি, খাবার ও মানুষের জীবনযাপন নিয়ে গবেষণার সুযোগ আছে বলে জানান।

ড. আমানুল্লাহ আরও বলেন, কুমিল্লার মানুষ তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, যা সবার জন্য গর্বের বিষয়।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আল মিঠু এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।

এ সময় ড. আমানুল্লাহ আরও জানান, ভিক্টোরিয়া সরকারি কলেজে একটি ল্যাংগুয়েজ ক্লাব স্থাপন করা হবে, যেখানে জাপানি, কোরিয়ান, ইংরেজি এবং আরবি ভাষা শেখানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভাষাগত দক্ষতা বাড়াতে পারবে। পাশাপাশি, কলেজের জিয়া অডিটোরিয়াম সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ নেবে বলেও তিনি ঘোষণা দেন। অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন