বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫

আয়কর রিটার্ন ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সুযোগ

ছবি: সংগৃহীত

এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। তবে ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিল করতে হবে। 

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় সঞ্চয় অধিদফতর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত জুনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল।

সেই গেজেটের ওপর ভিত্তি করেই জাতীয় সঞ্চয় অধিদপ্তর এই নতুন সুযোগটি কার্যকর করেছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে কেবল আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। নতুন হার অনুযায়ী, সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার বর্তমানে ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার ৯.৭২ শতাংশ।

সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ আগের মতোই বহাল রাখা হয়েছে। প্রথম ধাপে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় ধাপে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারীরা। এই নতুন নিয়মাবলী গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন