বুধবার ২৭ আগস্ট, ২০২৫

আমির খানের মেয়ে ইরা খানের আজ বিয়ে

বিনোদন ডেস্ক

Aamir Khan's daughter Ira Khan
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের মেয়ে ইরা খানের আজ বুধবার (৩ জানুয়ারি) বিয়ে। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা গেছে। দুজনের পোশাকেও ছিল মিল। শাড়ির রং আলাদা থাকলেও সাজ-পোশাক, স্টাইলে বেশ মিল ছিল।

ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট এবং মিনি স্কার্ট। মুখে মেক আপের লেশমাত্র ছিল না। আমিরও পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট। আলোকচিত্রীদের ধন্যবাদও জানান আমির।

ইরার হবু স্বামী নূপুর শিখর একজন ফিটনেস কোচ। প্রায় দু’বছর ধরে নূপুরের সঙ্গে ইরার সম্পর্ক।

আরও পড়ুন