
সংযুক্ত আরব আমিরাতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান বিভাগ। দুবাই জ্যোতির্বিদ্যা বিভাগ জানিয়েছে, আগামী ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, বিষয়টি এখনও নিশ্চিত নয়।
আগামী ২৯ মার্চ (২৯ রমজান) দেশটির চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। কমিটির চাঁদ দেখার ওপরই নির্ভর করছে ঈদের প্রকৃত তারিখ।
বুধবার (১২ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুবাই জ্যোতির্বিদ্যা বিভাগের তথ্য অনুসারে, আগামী ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। আর সেক্ষেত্রে, ৩১ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। যদি তাই হয়, তবে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ৩০টি রোজা পূর্ণ করবেন।
যদি সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এর পর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র রমজান মাস।