কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের মূর্তি বা প্রতিকৃতি দেশের কোন স্থানে তৈরি না করার আহ্বান জানিয়েছেন তার পরিবার।
শুক্রবার ( ৯ আগস্ট) আবু সাঈদের পিতা মকবুল ও তার বড় ভাইদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির সাংবাদিকদের হাতে এসেছে।
বিজ্ঞপ্তিতে আবু সাঈদের পিতা বলেন, কিছু লোক শহীদ আবু সাইদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন। শহীদ আবু সাইদের প্রতি ভালবাসা থেকেই আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি। কিন্তু আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। আমি চাইনা আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে আখিরাতেও তেমন কষ্ট পাক। আমরা মুসলমান। আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মে সকল মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি দেশের কোন স্থানে আমার ছেলের মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয়।
তিনি আরো বলেন, আমার ছেলের জন্য যদি কিছু করতেই চান তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সওয়াব আবু সাইদের কবরে পাবে।
দোয়া চেয়ে তিনি আরও বলেন, আমরা আপনাদের কাছে শহিদ আবু সাঈদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের জন্যও দোয়া চাই।’
উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC