নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িত করায় বেরোবিতে বিক্ষোভ

Rising Cumilla - Protests in Berobi because Abu Sayek was called a terrorist
ছবি: প্রতিনিধি

আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র জনতার অভ্যুত্থানকে কটুক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে (১ নং গেট) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তারা শহীদদের নামে মিথ্যাচার চলবে না, ঊর্মির বহিষ্কার করতে হবে হবে, সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না,হাসিনার দোসরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদসহ শহিদদেরকে যে কটূক্তি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জানান দিতে চাই আবু সাঈদ শহীদ হলেও তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছে। তাকে নিয়ে কটূক্তি করলে সেটি আমরা সেটি মেনে নিব না। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই। নতুবা আমরা কঠোর অবস্থান নিব।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশে এখনো আওয়ামী লীগের দোসরা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তা না হলে একজন মানুষ কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিলে এমন পোস্ট দিতে পারে। এই ধরনের পোস্ট কে নির্বুদ্ধিতার পরিচয় বললেও ভুল হবে। এইটা ষড়যন্ত্রমূলক পোস্ট।