কুমিল্লা-৬ (সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার জাতীয় সংসদে আবারও কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ করতে দাবি জানিয়েছেন।
গত ৫ বছর যাবত সকল সূচকে কুমিল্লা জেলা এক নম্বরে উল্লেখ করে এমপি বাহার বলেন, মাননীয় স্পিকার আমাদের কুমিল্লার নামে কুমিল্লা বিভাগের নাম উত্থাপন করেছিলাম নেত্রীর কাছে। আমাদের কুমিল্লা প্রবাসীরা বিভিন্ন অ্যাম্বাসির মাধ্যমে দরখাস্ত দিয়েছে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের জন্য। আমাদের কুমিল্লার সকল মুক্তিযোদ্ধারা নেত্রীর কাছে আবেদন করেছে। আমাদের ১০ হাজার শিক্ষক কুমিল্লা নামে বিভাগ করতে আবেদন জানিয়েছে। আমাদের এই আবেদনগুলো যেন প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়, সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবারও কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ করতে দাবি জানাচ্ছি।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদে এমপি বাহার এসব কথা বলেন।
গত দশ বছর যাবত রেমিটেন্সে আমরা কুমিল্লাবাসী এক নম্বরে উল্লেখ করে এমপি বাহার বলেন, 'গত পাঁচবছর যাবত আমরা অনেক বেশি খাবার উৎপাদন করি। প্রত্যেক বছর আমাদের চাহিদা ১০ লক্ষ ৮১ হাজার মেট্রিক টন চাল কিন্তু আমরা ১৪ লাখ ৪২ হাজার মেট্রিক টন চাল উৎপাদন করেছি। আমরা কুমিল্লা থেকে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন খাদ্য জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছি। আমাদের মাছ দরকার ১ লক্ষ ৫৪ হাজার টন কিন্তু আমরা ৩ লক্ষ ১২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করে জাতিকে উপহার দিয়েছি।'
তিনি আরও বলেন, 'দেশের ১৬ কোটি নাগরিকের মধ্যে এক কোটি নাগরিক সকল ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। কিন্তু ট্যাক্স দেয় মাত্র ৩৭ লাখ মানুষ। ট্যাক্সের আওতা বাড়ানো দরকার। ট্যাক্সের আওতা বাড়াতে পারলেই এই বাজেটে আমরা সফল হতে পারবো। আমাদের যারা ট্যাক্স অফিসাররা কাজ করে, তারা সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে এবং আমরা যদি ট্যাক্সের আওতা বাড়াতে পারি, তাহলে অনেক ট্যাক্স পাবো ও বাজেট বাস্তবায়ন সফল হবে। বাজেট বাস্তবায়ন সফল হলেই আমরা ২০৪১ সালে সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাবো।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC