ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

আবারও বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান

Babar Azam
ছবি: সংগৃহীত

পাঁচ মাসের মাথায় আবারও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন বাবর আজম। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এর ফলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবরের নেতৃত্বেই খেলবে পাকিস্তান।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। এরপর টেস্ট দলের অধিনায়ক হন শান মাসুদ, টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে। ওয়ানডে দলের অধিনায়কের পদটি রাখা হয় খালি।

শাহিন আফ্রিদির অধিনায়কত্বে মাত্র একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওই সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়াও, গত পিএসএলেও নেতৃত্বে ব্যর্থ হন আফ্রিদি। তার অধীনে লাহোর কালান্দার্স প্লে অফে উঠতে পারেনি। ফলে নেতৃত্ব হারানোর শঙ্কায় ছিলেন তিনি। অবশেষে সেই শঙ্কাই বাস্তবে পরিণত হলো। মাত্র এক সিরিজ পরই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলো পিসিবি।

পিসিবির এক্স পোস্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশ ক্রমে বাবর আজমকে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি।’