সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

আবারও কর ফাঁকির অভিযোগ, ৮ বছর জেল হতে পারে শাকিরার

Shakira
শাকিরা।—ফাইল ছবি

কলম্বিয়ার জনপ্রিয় পপ গায়িকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। স্প্যানিশ সরকারের অভিযোগ, ২০১৮ সালে নাকি মোটা টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে সেই কর মেটাননি তিনি। এছাড়াও, ভুয়া সংস্থা ব্যবহার করে কর ফাঁকির চেষ্টাও করেছিলেন তিনি।

শাকিরার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, শাকিরা সবসময় স্পেনের আইন মেনে চলেছেন।

গত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন গায়িকা। এমনকি কর ফাঁকি দেওয়ার দায়ে তাকে ২ কোটি ৪০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তবে এত মোটা টাকা জরিমানা দিয়েও রক্ষা নেই গায়িকার। শাকিরার বিরুদ্ধে এসেছে নতুন অভিযোগ।

স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বিশেষ কর দিতে হয়। শাকিরার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনে বসবাস করেছেন। কিন্তু তিনি এই কর দেননি।

বার্সেলনার এক আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, শাকিরার বিরুদ্ধে হাজতবাসের আদেশ দেওয়া উচিত। তার দাবি, শাকিরা যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তার প্রায় আট বছরের জেল হওয়ার কথা।