সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ ফরম্যাটের এশিয়া কাপে পাঁজরের চোটের কারণে সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশের টি২০ অধিনায়ক লিটন কুমার দাস। এবার আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজেও মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, লিটনের চোট পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। এই কারণেই আফগানদের বিপক্ষে টি২০ সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।
লিটনের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে এশিয়া কাপের সুপার ফোরে লিটনের জায়গায় প্রথমবার বাংলাদেশের শেষ দুই ম্যাচেও জাকের নেতৃত্ব দিয়েছিলেন।
তবে জাকেরের নেতৃত্বে খেলা সেই ম্যাচগুলোতে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের কাছে হেরেছিল। ব্যক্তিগত পারফরম্যান্সে এই ব্যাটারও ছিলেন ব্যর্থ; পাশাপাশি উইকেটকিপিংয়েও তাকে স্বাচ্ছন্দ্য মনে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরুটা কঠিন গেছে বলে স্বীকার করেছেন জাকেরও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং ম্যাচে ফেরানোর। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ ও আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলবে।
টি২০ সিরিজ শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।
এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।
সুপার ফোরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হলেও, দুই ফরম্যাটের এই আসন্ন সিরিজের কারণে এখনই তাদের দেশে ফেরা হচ্ছে না। তবে টি২০ সিরিজে খেলা না হওয়ার পাশাপাশি ওয়ানডেতেও লিটনকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও, সুপার ফোরে জায়গা করে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল টাইগাররা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC