মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী করার সাহস দেখান না জ্যোতিষীরাও। তবে সে সাহস করে দেখালেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। দাবি করা হচ্ছে, আপনার কবে মৃত্যু হবে তা সঠিকভাবে বলে দিচ্ছে এআই।
ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন যা মানুষের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। গবেষকরা দাবি করেছেন, এই মডেলটি ৭৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছে।
গবেষকরা ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সংগৃহীত ডেনমার্কের ৬০ লাখ নাগরিকের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের তথ্য বিশ্লেষণ করেছেন। এই তথ্যের মধ্যে ছিল নাগরিকদের শিক্ষা, আয়, পেশা, ডাক্তার দেখানোর ইতিহাস, হাসপাতালে ভর্তির ইতিহাস এবং বিভিন্ন স্বাস্থ্যগত চিকিৎসার ফলাফল। গবেষকরা এই তথ্যভাণ্ডারকে শব্দে রূপান্তরিত করেছেন এবং সেগুলো ‘লাইফটুভেক’ নামে একটি বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেলে যুক্ত করেছেন।
গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, তাদের দেওয়া তথ্য ব্যবহার করে এআই মডেলটি মানুষের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারে কিনা। এ জন্য তারা ৩৫ থেকে ৬৫ বছর বয়সী একদল মানুষের তথ্য সংগ্রহ করেন। এই ব্যক্তিদের অর্ধেকের ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মৃত্যু হয়েছিল। তাদের তথ্য দিয়ে, কারা বেঁচে আছে আর কারা মারা গেছে, তার ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল এআই মডেলটিকে। ফলাফল আসে চমকে দেওয়া। ৭৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে এআই।
গবেষকদের মতে, এই গবেষণায় প্রমাণ হয়েছে, মানুষের জীবনকে বিভিন্ন ঘটনার একটি দীর্ঘক্রম হিসেবে বিবেচনা করা সম্ভব। যেভাবে একটি বাক্য গঠিত হয় একাধিক শব্দ দিয়ে। মানুষের জীবনও সেই রকম বিভিন্ন ঘটনাক্রম দিয়ে সাজানো।
লাইফটুভেকের ভবিষ্যদ্বাণীতে ধরা পড়েছে, সমাজের নেতৃত্ব স্থানে থাকা বা উচ্চ আয়ের ব্যক্তিদের বেশিদিন বাঁচার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, পুরুষ, দক্ষতা বেশি থাকা বা মানসিক রোগ থাকলে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC