ফোন বাজলেও এবার আর উঠে যেতে হবে না! গুগল নিয়ে আসছে এমনই এক অ্যামাজিং ফিচার যা আপনার জীবনকে করে তুলবে আরও সহজ। খুব শীঘ্রই গুগল পিক্সেল ফোনে যুক্ত হতে চলেছে এই নতুন ফিচারটি। এর নাম দেওয়া হয়েছে “এআই রিপ্লাইজ”।
আপনি যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ে থাকেন যে, ফোন বাজছে কিন্তু আপনি উঠে যেতে চাচ্ছেন না অথবা এমন কেউ ফোন করছে যার সাথে কথা বলার মন নেই কিন্তু ফোন কেটে দেওয়াও যাচ্ছে না, তাহলে এই ফিচারটি আপনার জন্য। গুগলের এই নতুন এআই রিপ্লাইজ ফিচারটি উন্নত ভাষা মডেলের সাহায্যে আপনার হয়ে কলারের সাথে কথা বলবে।
কীভাবে কাজ করবে এই ফিচারটি?
গুগলের উন্নত ভাষা মডেলের সাহায্যে এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কলারের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। যেমন, কলার যদি জানতে চায় আপনি কোথায় আছেন, তাহলে এআই আপনার পরিবর্তে তার উত্তর দেবে। আবার, কলার যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, তাহলে এআই তাকে পরে ফোন করার অনুরোধ করবে!