মে ১৭, ২০২৫

শনিবার ১৭ মে, ২০২৫

আপনার তোলা স্ক্রিনশট থেকেই লোকেশন খুঁজে দেবে গুগল ম্যাপ

প্রতীকী ছবি/সংগৃহীত

আধুনিক যুগে গুগল যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেকোনো তথ্য জানতে চাওয়া মাত্রই এক ক্লিকে হাজির হয় মুঠোফোনের স্ক্রিনে। আর গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ তো পুরো বিশ্বকেই এনে দিয়েছে হাতের মুঠোয়। অচেনা শহর কিংবা দুর্গম রাস্তাও এখন আর ভয়ের কারণ নয়।

তবে এবার গুগল ম্যাপ নিয়ে এলো আরও এক চমক! এখন থেকে আপনার তোলা স্ক্রিনশটও খুঁজে বের করে দেবে লোকেশন। নিয়মিত আপডেটের হাত ধরে এই নতুন ফিচারটি আপনার স্মার্টফোনের স্ক্রিনশট স্ক্যান করেই জায়গাটিকে চিহ্নিত করবে এবং লোকেশন হিসেবে সেভ করার সুযোগ করে দেবে। ভাবছেন, কীভাবে কাজ করবে এই অত্যাধুনিক প্রযুক্তি?

ধরুন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আপনার চোখে পড়ল একটি সুন্দর ক্যাফেটেরিয়ার ছবি। আপনি ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখলেন, ভাবলেন পরে গুগল ম্যাপে খুঁজে বের করবেন। কিন্তু এখন আর সেই কষ্ট করার প্রয়োজন নেই! গুগল ম্যাপের নতুন ফিচারটিই করবে সেই কাজটি। জেমিনি এআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট থেকে স্থানটির তথ্য খুঁজে বের করবে। শুধু তাই নয়, আপনাকে সেই স্পটগুলো সেভ করার অপশনও দেবে।

এই আকর্ষণীয় ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে নিশ্চিত করতে হবে আপনার আইফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেটেড আছে কি না। এরপর অ্যাপটি খুললে নিচের দিকে ‘ইউ’ (You) ট্যাবে ক্লিক করুন। সেখানে আপনি ‘স্ক্রিনশট’ (Screenshot) নামের একটি নতুন প্রাইভেট লিস্ট দেখতে পাবেন।

এই অপশনটিতে ট্যাপ করলেই একটি ডেমো ভিডিওর মাধ্যমে দেখানো হবে ফিচারটি কীভাবে কাজ করে। আপনি দেখতে পাবেন, স্ক্রিনশটটি স্ক্যান করার পর রিভিউ স্ক্রিন কেমন পপ আপ করছে। এরপর আপনার সম্মতির অপেক্ষা। একবার অনুমতি দিলেই সেই জায়গাটি আপনার সেভ করা লোকেশনের তালিকায় যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন