মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

আন্দোলনরত শিক্ষার্থীদের নামে থানায় করা অভিযোগ প্রত্যাহার না করায় ববিতে মশাল মিছিল

Torch procession in BOB for not withdrawing police complaint against protesting students
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীদের নামে থানায় করা অভিযোগ প্রত্যাহারের আল্টিমেটামের ৬ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযোগ প্রত্যাহার না করায় মশাল মিছিল ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিলটি ভোলা রোড প্রদক্ষিণ করে ১ নং গেট দিয়ে প্রবেশ করে আবারো গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, আজ সংবাদ সম্মেলনে আমরা প্রশাসন বরাবর আওয়ামী ফ্যাসিস্টদের পূর্নবাসন চলমান যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা ৬ ঘন্টার ভিতর প্রত্যাহার করার আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু প্রশাসন মামলা প্রত্যাহার না করে মামলাটিকে আরো বেগবান করার চেষ্টা করছে তাই আজকের এই মশাল মিছিল৷

প্রসঙ্গত, ভিসির বাসভবনের গেট খুলে বাসভবনে প্রবেশ করে সিন্ডিকেট সভা পণ্ড করে বিক্ষোভ করায় বন্দর থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অভিযোগ দায়ের করে।