লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক কোরআন হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে নির্বাচিত প্রতিযোগী হিসেবে হাফেজ আনাস বিন আতিক এই প্রতিযোগিতায় অংশ নেন এবং তার অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় প্রেস উইং সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এবারের আসরে বিশ্বের ৭৫টি দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর চূড়ান্ত পর্বে ১৮ জন প্রতিযোগী বিজয়ী হিসেবে নির্বাচিত হন। জমকালো এই অনুষ্ঠানে লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিজাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারি মাসউদুর রহমান।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছেন।
২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের এই অর্জন বাংলাদেশের জন্য এক নতুন মাইলফলক, যা আন্তর্জাতিক কোরআন অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধযুগে দেশের প্রতিযোগীরা বৈশ্বিক কোরআনি প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে কৃতিত্ব অর্জন করে যাচ্ছেন, যা বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে এক গৌরবময় অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC