নতুন ঠিকানায় স্থানান্তর হয়ে আরও বড় পরিসরে যাএা শুরু করেছে দেশে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের কুমিল্লা আউটলেট।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মিস তামারা হাসান আবেদ আড়ং এর নতুন কুমিল্লা আউটলেটটির উদ্বোধন করেছেন।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কুমিল্লার গ্রাহকদের জন্য কেনাকাটার আরও উন্নতর একটি পরিবেশ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। কুমিল্লায় আমাদের এই নতুন করে শুরু করার পেছনে রয়েছে সমাজের প্রতি আড়ংয়ের অঙ্গীকার। কুমিল্লায় আমাদের গ্রাহকদের কাছে আরও উন্নতর সেবা পৌঁছে দেওয়া এবং একই সাথে স্থানীয় কারুশিল্পিদের সার্বিক উন্নয়ন।
এছাড়াও একটি সামাজিক উদ্যোগ হিসাবে ব্র্যাকের মূলনীতিকে ধারন করে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারটিও এই নতুন আউটলেটটি খোলার জন্য অনুপ্রেরণা যুগিয়েছে।
জানা গেছে, আগের আউটলেট থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে, অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৪,০০০ বর্গফুটের দুই তলা বিশিষ্ট নতুন এই আউটলেটটি কুমিল্লায় আড়ংয়ের গ্রাহকদের একটি নতুন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে। এই আউটলেটটিতে গ্রাহকরা পোশাক, বাড়ির সাজসজ্জা, জুতা এবং গহনার পাশাপাশি আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থের সকল পণ্য পেয়ে যাবেন।
আড়ংয়ের কুমিল্লা আউটলেটের নতুন ঠিকানা: সিল্ভার রহমান ভিলা, ৫৬৭ নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC