নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

আজ ৯ ডিসেম্বর, কুমিল্লার দাউদকান্দি মুক্ত দিবস

Today 9th December, Cumilla's Daudkandi Freedom Day
কুমিল্লার দাউদকান্দি মুক্ত দিবস। ছবি : সংগৃহীত

আজ ৯ ডিসেম্বর, কুমিল্লার বৃহত্তর দাউদকান্দি উপজেলা মুক্ত দিবস। ১৯৭১সালের এই দিনে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের কবল থেকে তৎকালীন দাউদকান্দি উপজেলার অন্তর্ভূক্ত বর্তমান মেঘনা উপজেলা ও তিতাস উপজেলা মুক্ত হয়।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর ফজর নামাজের পর দাউদকান্দি (মেঘনা-তিতাস) উপজেলার মুক্তিযোদ্ধারা পালের বাজার নন্দীবাড়ী, গোয়ালমারী, পাঁচগাছিয়া, মোহাম্মদপুর , চরগোয়ালী, বাতাকান্দি, বড়কান্দা, রামপুর বাজার এসব ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার মো. নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শহীদনগর ওয়ারলেস ক্যাম্পে পাকহানাদার বাহিনীর উপর আক্রমন শুরু করে।

এসময় পাকহানাদার বাহিনী পিছু হটে শেষ আশ্রয়স্থল প্রধান ঘাঁটি দাউদকান্দির সড়ক ও জনপথের ডাকবাংলোতে আশ্রয় নেয়।

৮ ডিসেম্বর গভীর রাতে মুক্তিযোদ্ধারা বুকে সাহস নিয়ে চারদিক থেকে আক্রমন শুরু করলে ৯ ডিসেম্বর সকালে পাকহানাদার বাহিনী, তাদের দোসররা তাদের প্রধান ঘাঁটি সড়ক ও জনপথের ডাকবাংলো থেকে গোমতী নদী দিয়ে লঞ্চ যোগে ঢাকা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর দাউদকান্দি (মেঘনা-তিতাস) পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।

এদিন বীর মুক্তিযোদ্ধারা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে বৃহত্তর দাউদকান্দির মাটিতে উড়িয়ে দেয় স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা।

এদিকে আজ শনিবার দিবসটি পালন উপলক্ষে দাউদকান্দি উপজেলা সদরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে সকাল ১০টায় মুক্তিযোদ্বা কমান্ড অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালী ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিকেল ৩টায় উপজেলা কার্যালয়ে আলোচনাসভা ও স্মৃতিচারণ, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।