দুই চাকার যান মোটরসাইকেল মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারো কাছে এটি যাতায়াতের মাধ্যম, আবার কারো কাছে শখ। আজ, ১২ অক্টোবর, পালিত হচ্ছে বিশ্ব মোটরসাইকেল দিবস। এই দিনটিতে মোটরসাইকেল প্রেমীরা তাদের প্রিয় যানটি নিয়ে রাস্তায় বের হয়ে স্বাধীনতা উপভোগ করেন।
কেন পালিত হয় মোটরসাইকেল দিবস?
২০১৫ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব মোটরসাইকেল দিবস পালিত হয়ে আসছে। ডানলপ মোটরসাইকেল কোম্পানির উদ্যোগে এই দিবসটি পালনের মাধ্যমে মোটরসাইকেল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য রাখা হয়।
উল্লেখ্য, ১৮৮৭ সালের অক্টোবরে জন বয়েড ডানলপ উদ্ভাবন করেন বায়ু ভরা টায়ার, যা মোটরসাইকেল জগতে নিয়ে আসে যুগান্তকারী পরিবর্তন।
আজকের দিনে কী করা যায়?
মোটরসাইকেল দিবস উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো রাস্তায় বের হওয়া, তারপর স্বাধীনভাবে মোটরসাইকেল চালানো। তবে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে। আপনার যদি মোটরসাইকেল থাকে, তাহলে আজই ঘুরে আসতে পারেন প্রিয় জনকে নিয়ে পছন্দের কোনো জায়গা থেকে।
মূলত মোটরসাইকেল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটির পালন করা হয়। যথেষ্ট গুরুত্বের সঙ্গেই এটি পালিত হওয়া জরুরি। বিশেষত আমাদের দেশের প্রেক্ষাপটে তো বটেই।
সারা বছরের নয়, কেবল গত মাসের তথ্য দিলেই মোটরসাইকেলে নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারবেন।
বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন, যা সড়কে নিহত হওয়ার মোট সংখ্যার ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৮৩।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC