বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সোনালী ব্যাংকের সহযোগিতায় সাতটি বুথ বসিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ভর্তির টাকা পরিশোধে ভোগান্তি লাঘব হয়েছে ভর্তি হতে আসা এসব নবীন শিক্ষার্থীদের।
এছাড়াও ভর্তি কার্যক্রমে ভোগান্তি লাঘবে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্বস্তির কথা জানিয়েছে নবীন শিক্ষার্থীরা ও তাদের অভিভাবক।
রসায়ন বিভাগে ভর্তি হতে আসা রাজিব নামে এক শিক্ষার্থী বলেন, কোনো ভোগান্তি নেই। ঠিকঠাক ভর্তি হয়েছি। বিভাগ গিয়ে ভাইবা দিয়েছি। তারা জানিয়েছে আগামী ২১ অক্টোবর ক্লাস শুরু হবে।
রফিকুল ইসলাম তার মেয়েকে গনিত বিভাগে ভর্তি করতে নিয়ে এসেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, মেয়েকে লাইনে দাঁড়াতে হয়েছে ৷ আগে আসায় ভর্তি কার্যক্রম তাড়াতাড়ি শেষ হয়েছে ৷কোথাও সমস্যা হয়নি।
সোনালী ব্যাংক বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দিপু রানী ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, ভার্সিটির কর্ণার সংলগ্ন স্টোর হাউস, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকের জানালার পাশে, ইন্জিনিয়ারিং শাখা, সিকিউরিটি গার্ড অফিসে একটি করে ও সোনালী ব্যাংক অফিসে দুটি বুথের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই এসব বুথের কার্যক্রম চালু হয়েছে। বুথগুলোতে শিক্ষার্থীরা টাকা পরিশোধ করতেছে।সরেজমিনে এসব বুথ ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের চিরচেনা সেই দীর্ঘসারি নেই।
তবে সবগুলো বুথেই শিক্ষার্থীরা টাকা জমা দিচ্ছেন। তবে ভর্তি হতে আসা এসব নবীন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পিছিয়ে পড়ার চিত্র ভেসে উঠেছে। একটি ভবনের একটি ছাদের নিচে সকল অনুষদের ভর্তি কার্যক্রম নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গনিত বিভাগে ভর্তি হতে আসা রানি নাসরিন বলেন, ডিন অফিসের কাগজ নিতে এসেছি। দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। একটি ভবনের একটি কক্ষেই কাগজ নিতে দেখলাম সবাইকে। একই সাথে সবাইকে এক জায়গাতেই দাঁড়াতে হয়েছে। তাই গাদাগাদি হয়েছে।
পাশ থেকে একাউন্টটিং বিভাগে ভর্তি হতে আসা আরেক শিক্ষার্থী বলেন, ভবন তো একটাই মনে হচ্ছে। এখানেই কি সব বিভাগের ক্লাস হবে?
এ দিকে সকাল ১১টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ৷ এ সময় তিনি শিক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মনিরুল ইসলাম বলেন, আজকে থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আমরা ব্যাংকে চিঠি দিয়েছি। তারা ৭টি বুথ দিয়েছে। আমাদের শিক্ষার্থীদের যেন কোনো কষ্ট না হয় সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, ইতোমধ্যে উপাচার্য যেখানে যেখানে সমস্যা রয়েছে সে বিষয়গুলো এড্রেস করছেন। নতুন প্রকল্পের আসার যে প্রক্রিয়া সেগুলোকেও গুরুত্বের সাথে দেখছেন। আশা করছি ভালো কিছু হবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওতায় ২৫টি বিভাগ রয়েছে ৷ দীর্ঘদিন নতুন প্রকল্প না আসায় অবকাঠামো উন্নয়ন হয়নি। ফলে ক্লাসরুম সংকট, আবাসন সংকটসহ নানা সংকটে জর্জরিত বিশ্ববিদ্যালয়টি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC