সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দফা দাবি পূরণ না হওয়ায় আজ সোমবার (২৬ মে) থেকে তাঁরা পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
এর আগে, গত ৫ মে থেকে শুরু হওয়া সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি কর্মসূচি গতকাল রোববার (২৫ মে) শেষ হয়েছে। দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন তাঁরা।
সংগঠনটির আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, "আমাদের দাবি পূরণ হয়নি। ফলে আগামীকাল সোমবার থেকে আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।"
শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো:
এছাড়াও, শিক্ষকরা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আয়োজনের দাবি জানিয়েছেন।
এর আগে, গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে গতকাল ২৫ মে পর্যন্ত শিক্ষকরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। দাবি আদায় না হওয়ায় এবার তাঁরা পূর্ণদিবস কর্মবিরতির কঠোর কর্মসূচিতে যাচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC