আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইএল টি-টোয়েন্টি শুরু হবে। এ লিগের গত আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটারই খেলার অনুমতি না পেলেও এবার বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার এবার খেলবেন বলে জানা গেছে। বিশাল অঙ্কের প্রস্তাবে খেলার কথা ছিল বাবর আজমেরও। তবে শেষ পর্যন্ত তা ফিরিয়ে দিয়েছেন তিনি। দেশটির একাধিক গণমাধ্যমের মতে, পাকিস্তানি অধিনায়ক খেলবেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
পাকিস্তনের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইএল টি-টোয়েন্টি লিগের অনুষথিত হতে যাওয়া দ্বিতীয় আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলবেন। এদের মধ্যে শাহিন আফ্রিদি, শাদাব খান এবং আজম খানদের ডেজার্ট ভাইপারসের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে ১৫০ মিলিয়ন পাকিস্তানি রুপির প্রস্তাবও দেয়া হয়েছিল এ টুর্নামেন্টে খেলতে। তাতে রাজিও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কিছু বিষয়ে বনিবনা না হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন তিনি।
অপরদিকে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে আরও বলা হয়েছে, বিপিএলের আসন্ন আসর শুরু হতে পারে আগামী ১০ জানুয়ারী। এতে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানসহ পাকিস্তানের আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলতে পারেন বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন শোয়েব মালিক, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজ। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহ, আবরার আহমেদ ও হাসান আলী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC