বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতীয় তরুণ রাজনীতিবিদ রাঘব চাড্ডা আংটিবদলের প্রায় তিন মাস পর বিয়ের প্রস্তুতি শুরু করেছেন। আগামী মাসের শেষের দিকে বাজবে এই জুটির বিয়ের সানাই।
পরিণীতি আগেই জানিয়েছিলেন, সেপ্টেম্বরের ২৫ তারিখ গাটঁছড়া বাঁধতে চলেছেন দুজনে। এবার তাদের বিয়েকে সামনে রেখে পূজোর মাধ্যমে শুরু হলো আনুষ্ঠানিকতা।
জানা যায়, অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা শনিবার (২৬ আগস্ট) ভারতের মধ্যপ্রদেশের উজ্জাইনের মহাকালেশ্বর মন্দিরে একসঙ্গে পূজা দেন।এই সময় পরিণীতি পরেন গোলাপি শাড়ি আর রাঘব হলুদ ধুতি ও কাঁধে লাল দোপাট্টা নিয়েছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC