কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা মাঈন উদ্দিন। পরিবারের অভাব ঘুচাতে ধার দেনা করে সৌদী আরবে পাড়ি জমান তিনি। মাত্র এক বছরের মধ্যেই সকল স্বপ্ন যেন পুড়ে ছাঁই। হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় সৌদী আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তার মাথায় তিনটি ও গলায় একটি অস্ত্রোপাচারের করা হয়। বর্তমানে তাকে দেশে আনতে প্রায় ৭ লক্ষ টাকার প্রয়োজন।
এদিকে অসুস্থ ছেলেকে দেশে ফিরিয়ে আনতে টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড কোরবানপুর গ্রামের অসহায় কৃষক পিতা শাহ্ আলম। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিসহ বিভিন্ন স্থানে অসুস্থ ছেলের জন্য হাত পেতে বেড়াচ্ছেন। এলাকার যুবকরাও বিভিন্ন হাট-বাজারে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সাহায্য প্রার্থনার বাক্স নিয়ে ঘুরছেন।
সমাজের বিত্তবানদের সাথে অসুস্থ মাঈন উদ্দিন এর পিতাকে আর্থিক সহায়তা করেছেন কুমিল্লার চান্দিনা উপজেলার ‘মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থা’। বুধবার (৬ আগস্ট) দুপুরে চান্দিনাস্থ কার্যালয়ে শাহ আলম এর হাতে নগদ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা প্রেস ক্লাস সভাপতি রণবীর ঘোষ কিংকর, মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জীবন চন্দ্র কর্মকার, কোষাধক্ষ পরিমল চন্দ্র সরকার, রাম প্রসাদ নাহা প্রমুখ।
অসুস্থ মাঈন উদ্দিন এর পিতা শাহ আলম জানান- আমার ছেলে যে পরিমাণ টাকা ধার-দেনা করে বিদেশ পাঠিয়েছি ওই টাকার অর্ধেকও পরিশোধ করতে পারি নাই। আমার ছেলে বিদেশে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে পাঠানোর জন্য যখন বিমানবন্দরে আনা হয় তখনই সে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে সৌদী আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাকে দেশে আনতে ৭ লক্ষ টাকা প্রয়োজন। এই অবস্থায় মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থা যে আমার পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC