দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এসময় অসুস্থতা বিবেচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে, বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আদালতে আত্মসমর্পণ করাকে কেন্দ্র করে পুরান ঢাকায় সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করে।
আমানউল্লাহ আমানের আইনজীবীরা তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক আবুল কাশেম।
এসময় আদালত কারাগারের কারাবিধি অনুযায়ী আমানউল্লাহ আমানকে চিকিৎসা সুবিধা দেওয়ারও নির্দেশ দেন।
গত ৭ আগস্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের দণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC