অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে এবার আইফা-২০২৩-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। তারজন্য অভিষেক দুবাই গেছেন কিন্তু এবার ঐশ্বরিয়া যান নি স্বামীর সঙ্গে। মুম্বাইতেই রয়েছেন তিনি। যাননি মেয়ে আরাধ্যাও।
তাদের অনুপস্থিতির জন্য দুবাই পৌঁছেই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেক বচ্চনকে। এ বিষয়ে অভিষেক বচ্চন বলেন, আরাধ্যার স্কুল রয়েছে। আর সে কারণেই এবার ঐশ্বর্য আইফার অনুষ্ঠানে তাদের সঙ্গে থাকতে পারবেন না। তাই অভিষেক দুবাই পৌঁছে গেলেও ঐশ্বর্য ও আরাধ্যা মুম্বাইতেই রয়েছেন।
কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। কিন্তু অভিষেক যাননি, মেয়েকে নিয়ে একা-ই সেখানে গিয়েছিলেন বিশ্বসুন্দরী।
বেশকিছু সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজেও বলেছেন বর্তমানে ক্যারিয়ারের থেকেও তার কাছে আরাধ্যাকে সুন্দর করে বড় করে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। মেয়ের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, সে কারণেই এবার আইফায় যাননি তিনি।
এইবার আইফা অ্যাওয়ার্ডের দেখা যাবে সালমান খানকেও।এমন কি অনুষ্ঠানে জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গ দেবেন তিনি।অন্যদিকে, আইফা ২০২৩-এ রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখও 'আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্বের' জন্য সম্মানিত হতে চলেছেন। সম্মানিত হতে চলেছেন সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC