নিউজিল্যান্ড কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসার নিয়মে কড়াকড়ি আরোপ করার ঘোষণা দিয়েছে। দেশটিতে ২০২৩ সালে বিপুল সংখ্যক অভিবাসী আগমন করেছিল।
কম দক্ষতাসম্পন্ন অভিবাসীদের ঢল ঠেকাতে রোববার ওয়ার্ক ভিসানীতি কঠোর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তথ্যসূত্র : বিবিসি
নিউজিল্যান্ডের নতুন নীতিতে যেসব পরিবর্তন আনা হয়েছে, এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয় বলছে, কম দক্ষতার চাকরিগুলোতেও এখন কেউ এই দেশে এসে কাজ করতে চাইলে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে। তা না হলে ওয়ার্ক ভিসা দেওয়া হবে না।
এমন ভিসা যারা পাবেন তারা এখন থেকে আর পাঁচ বছর থাকতে পারবেন না। অনুমতি থাকবে তিন বছরের।
দেশটির অভিবাসন মন্ত্রণালয় বলছে, গত বছর দেশটিতে রেকর্ড ১ লাখ ৭৩ হাজার অভিবাসী আসেন।
নতুন ভিসানীতিতে দ্রম্নত চাকরি নিশ্চিত করে এমন পেশার তালিকায় ওয়েল্ডার, ফিটার ও টার্নারের মতো ১১টি ক্ষেত্র যুক্ত করার আগের পরিকল্পনাগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয়।
দেশটির অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, 'দক্ষ ও কাজে আগ্রহী বিদেশি কর্মীদের বেশি টানতে চায় সরকার। এ তালিকায় থাকতে পারেন শিক্ষক। এই খাতে জনবল কম।'
তিনি আরও বলেন, 'একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পান। অভিবাসীদের কারণে আমাদের নিজ নাগরিকরা যেন বঞ্চিত না হন, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC