সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২১ হাজার ছুঁইছুঁই

ছবি: গেটি ইমেজেস

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮১ দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই সময়ের মধ্যে দেশটির বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৫ জনে। এদিকে, ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছেন গাজায় আরও অন্তত কয়েক মাস অভিযান চলবে।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ২৪১ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহের নেতা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধাপরাধ চালাচ্ছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৮২ জন। সব মিলিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৫ জনে। একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫৫ হাজার ফিলিস্তিনি।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহের নেতা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধাপরাধ চালাচ্ছে।

এদিকে, ইসরায়েলি সশস্ত্রবাহিনীর প্রধান হেরজি হালেভি জানিয়েছেন, হামাসের সঙ্গে চলমান সংঘাত এখনই শেষ হচ্ছে না। এই সংঘাত চলবে আরও কয়েক মাস।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও একই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে।

অপরদিকে, তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে—ইসরায়েলকে ২৩০টি কার্গো বিমান এবং ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি। গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ২৩০টি কার্গো প্লেন এবং ২০টি অস্ত্র ও সামরিক সরঞ্জামবোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে বলে সোমবার ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে।

ইসরায়েলকে পাঠানো বিপুল এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাঁজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে বলে ইয়েদিথ আরোনাথ সংবাদপত্র জানিয়েছে।