
অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে অনশনে বসে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৬ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে পাঁচদিন তারা মহাসড়ক অবরোধ করেছেন।
তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আজ রাত সাড়ে ৯টাথেকে আমরণ অনশন শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মদ্ধে থেকে ৬ জন শিক্ষার্থী অনশনে বসেছে – শরমিলা জামান সেঁজুতি ( ইংরেজি ১১ ব্যাচ),অমিও মন্ডল (গণযোগাযোগ ও সাংবাদিকতা ১২ তম), শওকত ওসমান স্বাক্ষর (আইন ১১), তাইজুল ইসলাম তাজ (একাউন্টিং ১১ ব্যাচ). তামিম আহমেদ রিয়ান (লোকপ্রশাসন ১১ ব্যাচ), আবু বকর সিদ্দিক ( রসায়ন ১২ ব্যাচ)।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন,
“আমরা টানা ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আন্দোলন করছি। আমাদের প্রধান দাবি হলো
১. অবকাঠামোগত উন্নয়ন
২. বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য জমি অধিগ্রহণ
৩. বাস সংকট নিরসন
আমরা চাই ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আমাদের আশ্বস্ত করা হোক। কর্তৃপক্ষ এ নিশ্চয়তা দিলে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করবো।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “আমরা আমরণ অনশনে বসেছি এর পরে আর কোনো কর্মসূচি নেই। শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশন। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকবো।”
উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। ৩৭ দিনের মাথায় তারা আমরণ অনশনের ডাক দিলেন।তারা বলেন তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে অনশনেই তাদের জীবন দিবে।