শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়।জয়ের নামে ফেসবুকে পেজ চালু করেছেন মা অপু বিশ্বাস। সেখানে সব আপডেট পাওয়া যায়।
অপু বিশ্বাসের চাওয়া জয় ডাক্তার হবে। অপু বিশ্বাস বলেন, জয়ের নানির খুব ইচ্ছে ছিল, ও বড় হয়ে ডাক্তার হবে। মানুষের চিকিৎসা করবে। গরিব রোগীদের বিনা পয়সায় সেবা করবে। আমিও সেটাই চাই।
জয় বড় হয়ে ডাক্তার হবে। জয়ও সেটা চায়। মানে আমাদের মুখ থেকে শুনে শুনে জয়ের মধ্যেও সেই ইচ্ছে প্রবল হয়েছে।
তবে জয়ের নিজের ইচ্ছে সে হবে কাউবয়। ঘোড়া নিয়ে ছুটে চলবে। আর সঙ্গে যাবে ট্রাম্পেট।
অপু আরো বলেন, শাকিবের ইচ্ছা জয় মানুষের মতো মানুষ হোক। সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। সবসময় এটাই বলে।
আর জয় যা হতে চাইবে তাতে তার আপত্তি নেই। ওর দাদা দাদির কথাও একই জয় সবার আগে একজন ভালো মানুষ হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC