জন্মদিনের পরের দিনই শপথ নিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আর কখনও কেক কাটবেন না বলে জানিয়েছেন। শুধু তিনি নন, ছেলে জয়কেও কোনও দিন কেক কাটতে দেবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এর প্রতিবেদন অনুযায়ী, এ বছর ছেলের জন্মদিনে এমন কিছু ঘটেছে তখনই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন অপু।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনও জয়ের জন্মদিনে কেক কাটব না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটব না। কারণটা আড়ালেই রাখতে চাই।”
অপু বিশ্বাসের এই সিদ্ধান্ত নিয়ে দর্শক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, শাকিব খানের সাথে অপুর সম্পর্কের তিক্ততাই এই সিদ্ধান্তের কারণ।
গত বছরও ঘটা করে ছেলের জন্মদিন পালন করেছিলেন অপু। সঙ্গে ছিলেন তাঁর বাবা শাকিব খানও। কিন্তু এ বছর আচমকা এই সিদ্ধান্ত কেন?
অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মহলে আগ্রহের শেষ নেই। তাঁরা অপু এবং শাকিব খানের আবার এক হওয়ারও আশা করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC