ঈদে মুক্তি পায় অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। এটি চিত্রনায়িকার প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র প্রযোজিত প্রথম সিনেমা। শুভ কামনা জানাতে প্রেক্ষাগৃহে ঢল নামে তারকা জগতের অসংখ্য তারকার।
এরই মাঝে শুক্রবার (৭ জুলাই) বিকালে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে লাল শাড়ি পরে অপুর সিনেমা দেখতে হাজির হন তারকারা। তাদের মধ্যে ছিলো নায়িকা অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, প্রার্থনা ফারদিন দিঘী, দোয়েল ম্যাশ, নির্মাতা সোহানুর রহমান সোহান, দিঘী,অভিনেতা সুব্রত, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।
শো শেষে হল থেকে বেরিয়ে অপু বিশ্বাস বলেন, ‘খুব ভালো লাগছে আমার ডাকে আমার সহকর্মীরা অনেকেই এসেছেন। ঈদে দর্শক অন্যদের সিনেমার পাশাপাশি 'লাল শাড়ি' সিনেমাটা দেখছে। ভালো ভালো রিভিউ দিচ্ছে। এটা আমার প্রথম প্রযোজিত সিনেমা, আবেগের একটা বিষয়। সবাই এসে আমাকে সাহস জুগিয়েছে। এটা সত্যি অনেক আনন্দের, ভালোলাগার।’
দীঘি বলেন, অপু দি অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি দেখে অনেক ভালো লেগেছে আমার।আমরা এরকম গল্পের সিনেমা খুব একটা দেখি না। ঈদে এরকম একটি গল্পকে পর্দায় তুলে ধরা হয়েছে সেটা খুবই ভালো লেগেছে আমার। অপু দি তো বরাবরই ভালো অভিনয় করে। সাইমন ভাইয়াও অনেক ভালো করেছে। আমি সিনেমার প্রত্যেকটা মুহূর্তই উপভোগ করেছি।অনেক ভালো লেগেছে।
চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘খুব ভালো লাগছে। অপু বিশ্বাসকে ধন্যবাদ এতো সুন্দর সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য। আশা করছি, সামনে আরও তার প্রযোজিত সিনেমা দেখবে দর্শক।’
উল্লেখ্য, লাল শাড়ি’ সিনেমা তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC