২০২০ সালে করোনার সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি।কিন্তু পাঁচ মাসের গর্ভাবস্থায় মৃত্যু হয় অনাগত সন্তানের। তিনি শোক নিজেই কাটিয়েছে কিন্তু কাউকে বলেননি। সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে এ বিষয়ে কিছু কথা বলেছেন অভিনেত্রী।
অভিনেত্রী বলেন, ‘২০২০ সালে যখন সারা দেশে করোনা ছড়িয়ে পড়েছিল, তখন আমি দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হই। তবে প্রেগন্যান্সির পাঁচ মাসে আমার অনাগত সন্তান হারাই। আমার মিসক্যারেজ হয়ে যায়।’
অভিনেত্রী আরও বলেন, ‘সন্তান হারানোর ১০ দিন পর পরিচালক নিখিল আডবানী আমাকে ফোন করে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার গল্পটা শোনান এবং বলেন- আমি বলছি না যে আবেগ ফুটিয়ে তোলার জন্য সন্তানকে হারানো দরকার। তবে মাঝে মাঝে সঠিক সময়ে একেকটা সিনেমা এসে যায়, যেখানে ব্যক্তিগতভাবে তুমি খুবই কানেক্ট করতে পারবে। যখন আমি এ গল্পটা শুনি, আমি বিশ্বাস করতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে নরওয়ের মতো একটা দেশে কোনো নারীর সঙ্গেও এরকম কিছু ঘটতে পারে!’
ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান নায়িকা। স্বামী সন্তান দুইজনেই থাকেন ক্যামেরার পিছনে। এমনকি তার মেয়ে আদিরাকেও দেখা যায় না। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে এ প্রথম মুখ খুললেন রানি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC