দীর্ঘ ৯ বছর পর আজ শনিবার (১১ মে) কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহাসিক টাউন হল মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে এই সম্মেলন ঘিরে নগরীর ছাত্রনেতারা উজ্জীবিত হয়ে উঠেছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং বিশেষ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন বক্তব্য রাখবেন। সম্মেলনের সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক একেএম আবদুল আজীজ সিহানুক।
উল্লেখ্য, কুমিল্লায় মহানগর ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৫ সালের ২৩ জুলাই। ৭ সদস্যের ৩ মাস মেয়াদি এই কমিটি ৯ বছর অতিক্রম করলে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিতে পারেনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।