বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা আল পাচিনো। ৮৩ বছরের হলিউড অভিনেতা আল পাচিনো চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন।
জানা গেছে, ২৯ বছর বয়সী নূর আলফাল্লাহর সন্তানের বাবা হতে চলেছেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘পিপল’-এর প্রকাশিত প্রতিবেদন থেকে খবরটি প্রকাশ্যে এসেছে।
গত বছর আলের ৮২তম জন্মদিনে প্রথম বার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে। আর সম্পর্কের বছর ১ পেরোতে না পেরোতেই এল সুখবর।প্রেমিকার সঙ্গে বয়সের ব্যবধান ৫৪ বছরের। এতে প্রেমে কোনও কমতি নেই। করোনার সময় থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর শুরু। তারপর প্রেম শুরু আর এখন সন্তান।
আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট। ‘গডফাদার’ অভিনেতা প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলোর সঙ্গে যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার জন্ম দিয়েছেন।
এদিকে,নূর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তাঁর বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।
উল্লেখ্য, আল পাচিনোকে গডফাদার সিরিজ ছাড়াও দেখা গিয়েছে ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ ওম্যান’, ‘সার্পিকো’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘সি অব লভ’, ‘হিট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক কালজয়ী ছবিতে।