জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

৪ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

৪ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ছবি: সংগৃহীত
৪ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ছবি: সংগৃহীত

এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে সেরার শিরোপা পেল বার্সেলোনা। ২০০৮ থেকে ২০১৯, এই এগারো বছরের মধ্যে ৮ বার লিগ জেতা বার্সেলোনাই গত ৪ বছর ধরে লা লিগার শিরোপার দেখা পায় নি। চলতি মৌসুমের চার ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করল জাভি হার্নান্দেজের শীর্ষরা।

রবিবার দুর্বল এস্পানিওলকে হারাতে পারলেই খেতাব হাতের মুঠোয় চলে আসবে। এমন অবস্থায় দাপটের সঙ্গেই ম্যাচ শুরু করেন লেওয়নডস্কিরা। মাত্র ১১ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। ৯ মিনিটের মাথায় ফের গোল। হাফটাইমের ঠিক আগেই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন লেওয়নডস্কি। বার্সা অন্য দুইটি গোল করেছেন আলেহান্দ্রো বালদে ও জুল কুন্দে। লা লিগার এখনো বাকি আরও চারটি করে ম্যাচ। তবে এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। আর তাতেই নিশ্চিত হলো লিগ শিরোপা।

লা লিগার পয়েন্ট তালিকা অনুযায়ী, বার্সার ঠিক পিছনেই রয়েছে রিয়াল মাদ্রিদ। আপাতত তাদের সংগ্রহে ৭১ পয়েন্ট। পরের প্রত্যেকটা ম্যাচ জিতলেও ৮৩ পয়েন্টেই থেমে যেতে হবে তাদের। প্রসঙ্গত, চলতি মরশুমের এল ক্লাসিকোতে হাড্ডাহাড্ডি জয় পেয়েই লা লিগা খেতাব কার্যত নিশ্চিত করে ফেলেছিল বার্সা।

২০২১ সালে ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন মেসি। তাঁরই দীর্ঘদিনের সতীর্থ জাভিকে এরপর বার্সার ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। কোচ হিসাবে প্রথম মরশুমেই বাজিমাত করলেন তিনি।