সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

হৃতিক-দীপিকার ‘ফাইটার’ মুক্তির আগেই পাঁচ দেশে নিষিদ্ধ

Hrithik Roshan and Deepika Padukone
ছবি: ইউটিউব

বলিউডের আলোচিত সিনেমা ফাইটার আগামী ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে। তবে মুক্তির আগেই পাঁচ দেশে নিষিদ্ধ করা হয়েছে এই সিনেমা। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন।

গলফ করপোরেশন কাউন্সিলের (জিসিসি) অধিভুক্ত দেশগুলোতে মুক্তি পাবে না ফাইটার। গত ১০ জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি। গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ব্যতীত গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না হৃতিক-দীপিকার ফাইটার।

জানা গেছে, ঠিক কি কারণে এসব দেশে ‘ফাইটার’ নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা এখনও জানা যায়নি।

তবে সিনেমাটিতে এমন কিছু রয়েছে যেটা নিয়ে সেন্সর বোর্ড আপত্তি জানিয়েছে। ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো— কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান।

মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারভীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে ফাইটার সিনেমার কাহিনি।

এই সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়া আরও অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।