জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

হালকা কিংবা সাদা রঙের পোশাকের ঘামের দাগ ওঠাবেন যেভাবে

remove sweat stains from clothes
প্রতীকি ছবি/সংগৃহীত

গরমের দিনে হালকা রঙের পোশাক, বিশেষ করে সাদা সুতির পোশাক সকলের পছন্দের। কিন্তু ঘামের কারণে এই পোশাকে দাগ লেগে যাওয়া একটি বড় সমস্যা। এই দাগ দূর করতে অনেকেই বেশ হতাশ বোধ করেন।

কীভাবে দূর করবেন ঘামের দাগ?

তবে চিন্তা নেই! সাদা পোশাকের ঘামের দাগ দূর করার ৫ টি কার্যকরী টিপস জেনে নিন।

১. বেকিং সোডা:

  • বেকিং সোডা পানিতে মিশিয়ে সেই মিশ্রণে পোশাকের দাগ লাগা অংশটি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • এরপর সাবান পানিতে ডুবিয়ে যথানিয়মে ধুয়ে নিন।
  • এভাবে সাদা পোশাক থেকে দাগ অনেকটাই দূর হবে।

২. সাদা পোশাকের জন্য আলাদা ডিটারজেন্ট:

  • সাদা পোশাকের জন্য আলাদা ডিটারজেন্ট ব্যবহার করা জরুরী।
  • অন্যান্য পোশাকের জন্য ব্যবহৃত সাবান দিয়ে সাদা পোশাক ধোয়া যাবে না।

৩. রঙিন পোশাক থেকে আলাদা ধুয়ে নিন:

  • রঙিন পোশাক থেকে অনেক সময় রঙ উঠে ধুতে গেলে।
  • এক্ষেত্রে সাদা পোশাক রঙ লেগে নষ্ট হতে পারে।
  • তাই রঙিন পোশাকের সঙ্গে সাদা পোশাক ধোয়া যাবেনা, সাদা পোশাক আলাদা ধুতে হবে।

৪. ব্লিচ (সতর্কতার সাথে):

  • ব্লিচ দিয়েও সাদা পোশাকের দাগ দূর করা সম্ভব।
  • তবে ঘন ঘন ব্লিচের ব্যবহার না করাই ভালো।

৫. হালকা রোদে শুকান:

  • চড়া রোদ সাদা পোশাকে হলুদেটে দাগ ফেলতে পারে।
  • তাই হালকা রোদে সাদা পোশাক শুকাতে দিতে হবে।

অতিরিক্ত তথ্য:

  • পোশাকের লেবেলে দেওয়া নির্দেশাবলী মেনে চলুন।
  • দাগ দীর্ঘস্থায়ী হলে ড্রাই ক্লিনিং করার কথা বিবেচনা করুন।
  • তীব্র রাসায়নিক ব্যবহারের পূর্বে পোশাকের একটি অল্প অংশে পরীক্ষা করে নিন।

সূত্র: ক্লিনিপিডিয়া