মার্চ ১৮, ২০২৫

মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫

হাঁটু পানিতে দাঁড়িয়েই চলছে বিএনপির সমাবেশ

BNP's rally is going on knee-deep in water
হাঁটু পানিতে দাঁড়িয়েই চলছে বিএনপির সমাবেশ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে  দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে বৃষ্টি ও হাঁটু সমান পানিতে দাড়িয়ে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ।

শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

বৃষ্টিতে ভিজেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পল্টনে। বৃষ্টির পানিতে দাঁড়িয়ে স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বৃষ্টিতে পল্টন ও আশপাশের সড়কগুলোর বিভিন্ন স্থানে পানি জমেছে। এখনও বৃষ্টি থেমে নেই। এর মধ্যেই একের পর একটা মিছিল আসছে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।